বাংলাদেশের ফুটবল ইতিহাসের অন্যতম সেরা তারকা বাদল রায় শেষ নিশ্বাস ত্যাগ করেছেন। গত আগস্টে থেকে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন তিনি। গত ১৫ নভেম্বর লিভার ক্যানসার ধরা পড়ার পর থেকে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। হাসপাতাল থেকে ছেড়ে দিলেও প্রথমে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতাল এবং পরে বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে।
বিকেলে বাংলাদেশ মেডিকেলেই মৃত্যু হয় বাদল রায়ের। ১৯৮১ ও ১৯৮৬ সালে মোহামেডান ফুটবল ক্লাবের অধিনায়ক ছিলেন জাতীয় দলের কুশলী খেলোয়াড় বাদাল রায়। ১৯৮৬ সালে টানা তিন বছর পর মোহামেডানের লিগ জয়ে বড় ভূমিকা রেখেছিলেন তিনি।
খেলা ছাড়ার পর মোহামেডানের ম্যানেজার হিসেবেও দায়িত্ব পালন করেন সাবেক এই তারকা ফুটবলার। তার মৃত্যুতে শোক জানিয়েছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা থেকে শুরু করে বিভিন্ন ক্রীড়া সংগঠকরা।