আঙ্গুলের চোটে চলমান বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ থেকে ছিটকে গেলেন গাজী গ্রুপ চট্টগ্রামের ব্যাটসম্যান ও বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক মুমিনুল হক। শনিবার জেমকন খুলনার বিপক্ষে ম্যাচে ডান হাতের আঙ্গুলে চোট পান মুমিনুল। ফলে আজ দলের অনুশীলনে দেখা যায়নি তাকে।
এরপর নিজের ইনজুরি নিয়ে মুমিনুল বলেন, ‘গতকাল ম্যাচের সময় ডান হাতের বৃদ্ধা আঙ্গুলে ব্যথা পেয়েছিলাম। স্ক্যান করিয়েছিলাম, ফ্র্যাকচার আছে। তাই এবারের আসরে আর খেলতে পারবো না। এখন থেকে পুনর্বাসনে থাকতে হবে।’ গাজী গ্রুপ চট্টগ্রামের ফিজিও মোহাম্মদ এনামুল হক বলেন, ‘ডান হাতের বৃদ্ধাঙ্গুলে ফ্র্যাকচার থাকায় এবারের আসর থেকে ছিটকে গেছেন মুমিনুল। এই ধরণের ফ্র্যাকচার থেকে সেরে উঠতে চার সপ্তাহ সময় লাগে। তাই এবারের আসরে তার আর খেলা হবে না।’
আগামীকাল নিজেদের তৃতীয় ম্যাচে বরিশালের বিপক্ষে মাঠে নামবে চট্টগ্রাম। প্রথম দুই ম্যাচে দাপুটের সাথে জিতেছে তারা। দু’টি ম্যাচেই ৯ উইকেটের জয় ছিলো চট্টগ্রামের। শেষ দু’ম্যাচে যথাক্রমে বেক্সিমকো ঢাকার বিপক্ষে ৩ বলে ৮ এবং জেমকন খুলনার বিপক্ষে ৭ বলে ৫ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন মুমিনুুল।