ড্রাগ টেস্টে তিনবার উত্তীর্ণ হতে ব্যর্থ হওয়ায় ১০০ মিটারের বিশ্ব চ্যাম্পিয়ন ক্রিশ্চিয়ান কোলম্যানকে দুই বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছে। এতে ২৪ বছর বয়সী এই আমেরিকান ২০২০ সালে ১৪ মে থেকে সাময়িক নিষেধাজ্ঞায় থাকা কোলম্যান স্থগিত হয়ে যাওয়া টোকিও অলিম্পিকে অংশ নেওয়ার সুযোগ হারাবেন।
২০১৯ সালে দোহার বিশ্ব চ্যাম্পিয়নশিপে কোলম্যান ১০০ মিটার স্প্রিন্টে স্বর্ণপদক জিতেছিলেন।
তবে ৬০ মিটারের বিশ্ব রেকর্ডধারী অ্যাথলেটিক্স ইনগ্রিগ্রিটি ইউনিটের এই সিদ্ধান্তের বিরুদ্ধে কোর্ট অব আরবিট্রেশন ফর স্পোর্টের কাছে আবেদন করার জন্য ৩০ দিন সময় পাবেন।
২০১৯ সালের ডিসেম্বরে তৃতীয়বারের মতো ড্রাগ টেস্টে উত্তীর্ণ হতে ব্যর্থ হওয়ায় দুইবারের বিশ্ব চ্যাম্পিয়ন কোলম্যানকে গত জুন মাস থেকে সাময়িকভাবে নিষিদ্ধ করা হয়। কলম্যান ২০১৯ সালের ১৬ জানুয়ারী প্রথম টেস্ট, একই বছরের ২৬ এপ্রিল দ্বিতীয় টেস্ট এবং ৯ ডিসেম্বর তৃতীয়বারের মতো ডোপ পরীক্ষায় অংশ নেননি কোলম্যান। তবে বিধি লঙ্ঘন করে কখনো নিষিদ্ধ ঘোষিত পদার্থ গ্রহন করেছেন বলে তদন্তে স্বীকারও করেন নি।