শেখ রাসেল আন্তর্জাতিক ১০ মিটার এয়ার রাইফেল শ্যূটিং চ্যাম্পিয়নশীপে ব্রোঞ্জ জিতেছেন বাংলাদেশের আব্দুল্লাহ হেল বাকী। তবে মেয়েদের বিভাগে ৬ জনের মধ্যে পঞ্চম হন সৈয়দা আতকিয়া হাসান।
গুলশানের শুটিং ফেডারেশনে আয়োজিত ৬ দেশের এই অনলাইন প্রতিযোগিতায় ছেলেদের বিভাগে ৬৩০.৯ স্কোর করে স্বর্ণপদক জেতেন জাপানের নাওয়া ওকাদা। ৬২৩.৮ স্কোর করে ভারতের শাহ তুষার মানে রুপা আর ৬১৭.৩ স্কোরে ব্রোঞ্জ জেতেন স্বাগতিক দলের বাকী।
অন্যদিকে মেয়েদের বিভাগে ভারতের এলাভেনিল মালারিভান ৬২৭.০ স্কোর করে স্বর্ণ, জাপানের শিওরিহারাতা ৬২২.৬ স্কোর করে রৌপ্য আর ইন্দোনেশিয়ার প্রতিযোগী বিদ্যা রাফিকা রহমাতান তৈয়বা ৬২১.১ স্কোর করে তৃতীয় স্থান অর্জন করেন।