বিশ্বকাপ প্রাক-বাছাই এবং এএফসি বাছাই পর্বের খেলা স্থগিত হওয়ার কারণে সময়টা বেশ ফাকাই যাচ্ছে ফুটবলাঙ্গনে। তার নেপাল-শ্রীলঙ্কা সহ কয়েকটি দেশকে প্রীতি ম্যাচ খেলার প্রস্তাব দিয়েছিলো বাংলাদেশ ফুটবল ফেডারেশন। সেই প্রস্তাবে সম্মত হয়ে তারা আগামী ১৩ ও ১৭ নভেম্বর বাংলাদেশের সাথে দুটি প্রীতি ম্যাচ খেলতে রাজি হয়েছে।
এ উপলক্ষে বাফুফের ন্যাশনাল টিমস কমিটি এক ভার্চুয়াল প্রেস কনফারেন্স করে। এ সময় বাফুফের সহ-সভাপতি ও ন্যাশনাল টিমস কমিটির চেয়ারম্যান কাজী নাবিল আহেমদ বলেন, নেপালের বিপক্ষে ম্যাচ সামনে রেখে আগামী শনিবার অনুশীলন শুরু হবে জাতীয় দলের ফুটবলারদের। তার আগেরদিন অর্থাৎ শুক্রবার স্থানীয় কোচদের কাছে রিপোর্টিং করতে বলা হয়েছে আগেই ঘোষিত দলের ৩৬ ফুটবলারকে।
এই ম্যাচ দিয়ে ৮ মাস পর আন্তর্জাতিক ফুটবলে ফিরছে বাংলাদেশ। এক অনলাইন সংবাদ সম্মেলনে জানানো হয়, স্বাস্থ্য সুরক্ষা মেনে দু’টি ম্যাচেই মাঠে স্বল্প সংখ্যক দর্শক রাখার পরিকল্পনা রয়েছে বাফুফে’র। অবশ্য অনুশীলন শুরুর আগে খেলোয়াড় এবং কোচিং স্টাফদের কোভিড টেস্ট করা হবে বলে জানান, জাতীয় দল ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান কাজী নাবিল আহমেদ। জাতীয় দলের হেড কোচ জেমি ডে এবং ট্রেনার স্টুয়ার্টও এই ভিডিও কনফারেন্সে অংশ নেন।