মোহামেডান ও মেরিনার্সের চার কর্মকর্তার শাস্তি মওকুফ করেছে বাংলাদেশ হকি ফেডারেশন। দুপুরে নির্বাহী কমিটির সভা শেষে এমন সিদ্ধান্তের কথা জানান, ফেডারেশনের সভাপতি এয়ার চিফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত। এ সময় ডিসেম্বরে প্রিমিয়ার লিগ শুরুর প্রাথমিক সিদ্ধান্তও নেয়া হয়।
২০১৮ তে হকি লিগের সুপার ফাইভে আম্পায়ারের সিদ্ধান্ত নিয়ে বিবাদে জড়িয়ে পড়েন মোহামেডান ও মেরিনার্সের খেলোয়াড়রা। ৪৪ মিনিটের পর আর মাঠে খেলাই গড়ায়নি। সেই ম্যাচের অনাকাঙ্খিত ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুই ক্লাবের তিন কর্মকর্তাকে ৫ আর একজনকে তিন বছরের জন্য নিষিদ্ধ করে ফেডারেশন। মোহামেডানের ম্যানেজার আরিফুল হক প্রিন্স, মেরিনার্সের সাধারণ সম্পাদক হাসান উল্লাহ খান রানাকে ৫ বছর বহিস্কারের পাশাপাশি জরিমানা করা হয়েছিল ১ লাখ টাকা করে। মোহামেডানের সহকারী ম্যানেজার আসাদুজ্জামান চন্দন ও মেরিনার্সের কর্মকর্তা নজরুল ইসলামকে ৩ বছরের জন্য হকির কর্মকান্ড থেকে নিষিদ্ধ করার পাশাপাশি ৫০ হাজার টাকা করে জরিমানা করেছিল ফেডারেশন। তবে ক্লাবগুলোর আবেদনের প্রেক্ষিতে এবার শাস্তি কমানোর সিদ্ধান্ত নেয় ফেডারেশন।
সভা শেষে বাংলাদেশ হকি ফেডারেশনের সভাপতি বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল মাশিহুজ্জামান সেরনিয়াবাত বলেন, ‘মোহামেডান ও মেরিনার্সের চার কর্মকর্তার বিরুদ্ধে যে শাস্তি আরোপ করা হয়েছিল তা শর্ত সাপেক্ষে প্রত্যাহার করা হয়েছে।’
এছাড়া উষা ক্রীড়া চক্র সবশেষ লিগে অংশ না নেয়ায় বাইলজ অনুযায়ী তাদের অবনমন করা হয়েছিলো। তবে ক্লাবটি প্রিমিয়ার লিগে খেলার আগ্রহ দেখালে বিষয়টি ইতিবাচক বলে জানান, হকির সভাপতি। বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত বলেন, ‘ঊষার বিষয়টি গঠনতন্ত্রের মধ্যে থেকে সিদ্ধান্ত নিতে হবে। উষার ব্যাপারে অনেক কথা হয়েছে। আমরা একটা জিনিস চাই সবাই যেন খেলতে আসে। গঠনতন্ত্রের সঙ্গে কম্প্রোমাইজও করতে চাই না।’
ফেডারেশনের সভাপতি আরো বলেন, ‘ঊষাকে প্রিমিয়ার লিগে রাখতে হলে বাইলজে পরিবর্তন আনতে হবে। আবার যদি এখতিয়ারের মধ্যে থেকে থাকে সেটা করতে পারি এই স্বার্থে যে, সবাই খেলবে। এই লিগ অনেক দিন হয় না। আগামী ৫-৭ দিনের মধ্যে এ ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হবে। উষার আবেদন ও সব কিছু বিবেচনা করে দেখেছি। কিছু বিষয় আছে, যে কারণে সিদ্ধান্ত নেইনি। তারা বলছে, সময় দেয়া হয়নি। পূর্বে যারা ছিলেন, বিষয়টি নিয়ে তাদের সঙ্গে কথা বলতে হবে।’
সভায় ডিসেম্বরে প্রিমিয়ার লিগ শুরুর আগে যত দ্রুত সম্ভব দলবদলের ব্যাপারেও আলোচনা হয়।