ক্লে কোর্টের রাজা রাফায়েল নাদাল রাজসিকভাবেই ফ্রেঞ্চ ওপেন জিতলেন। ২ ঘন্টা ৪১ মিনিটের লড়াইয়ে বিশ্বের এক নম্বর খেলোয়াড় সার্ব তারকা নোভাক জোকোভিচকে পরাজিত করেন তিনি। এই জয়ে সবচেয়ে বেশি ২০টি গ্র্যান্ড স্ল্যাম জয়ী সুইস কিংবদন্তি রজার ফেদেরারের রেকর্ডেও ভাগ বসান স্প্যানিশ তারকা নাদাল।
রোলাঁ গ্যারোর ফাইনালে শীর্ষ বাছাই সার্বিয়ান তারকা নোভাক জকোভিচকে রীতিমতো উড়িয়ে দিয়েই চ্যাম্পিয়ন হন রাফায়েল নাদাল। তাতে সবচেয়ে বেশি ১৩ বার ফ্রেঞ্চ ওপেন জয়ের রেকর্ডও গড়লেন এই স্প্যানিশ তারকা।
ফ্ইানাল ম্যাচের শুরু থেকেই আগ্রাসী মেজাজে ছিলেন নাদাল। ম্যাচের প্রথম গেমেই সার্ভিস ব্রেক করে জানিয়ে দেন, ক্লে কোর্টে চলবে তারই আধিপত্য। দাপুটে জয়ে ৬-০ তে প্রথম সেট নিজের করে নেন নাদাল। দ্বিতীয় সেটে কিছুটা লড়াই করলেন ১৭ টি গ্র্যান্ড স্ল্যাম জয়ের অধিকারী জকোভিচ। কিন্তু কোনো রক্ষা হলো না। এবার জয় ৬-২ গেমে।
তবে লড়াই যা হলো তৃতীয় সেটেই। তাতেও নাদালের জয় টেকাতে পারেননি জকোভিচ। ৭-৫ গেমে জিতে ফরাসি ওপেনের শিরোপা ধরে রাখলেন নাদাল। এটি তার টানা চতুর্থ ফরাসি ওপেন জয়। আর চলতি বছরে এটা নাদালের প্রথম গ্র্যান্ড স্ল্যাম শিরোপা জয়। এই জয়ের পাশাপাশি আরো একটি রেকর্ড গড়েন নাদাল। ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে রোলাঁ গারোঁয় ১০০ ম্যাচ জয়ের কীর্তিও গড়েন এই স্প্যানিশ।