অবশেষে স্থগিতই হয়ে গেলো বাংলাদেশ ক্রিকেট দলের শ্রীলঙ্কা সফর। শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের দেয়া শর্ত মেনে সফর সম্ভব নয় বলে জানিয়েছেন, বাংলাদেশ ক্রিকেট বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন। তিনি জানান, কোয়ারেন্টাইন ইস্যুর সমাধান না হওয়ায় আপাতত শ্রীলঙ্কা যাচ্ছে না বাংলাদেশ ক্রিকেট দল।
করেনাকালে সবাই যখন একে একে খেলায় ফিরছে তেমনি অবস্থায় বাংলাদেশও ফিরতে চেয়েছিলো শ্রীলঙ্কা সফর দিয়ে। তিনটি টেস্ট খেলার কথা ছিলো দ্বীপরাষ্ট্রের সাথে। সেইমতো অনুশীলনে নিজেদের তৈরিও করছিলো টাইগাররা। কিন্তু শ্রীলঙ্কা সফরে বাংলাদেশের সমস্যা হয়ে দাঁড়ায়, সেখানকার স্বাস্থ্যসেবা দপ্তরের কড়াকড়ি আরোপ।
বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন জানান, 'ওরা অনেকগুলো শর্ত মেনে নিয়েছে, কিন্তু যেটা আসল সেটা মানেনি। সেটা হলো ১৪ দিনের কোয়ারেন্টিন। আমরা জানিয়ে দিয়েছি সম্ভব না। পরিস্থিতি যখন ভালো হবে তখন হয়তো হবে।'
অবশ্য আগেই বিসিবি জানিয়েছিলো যে, নানা শর্ত মেনে বাংলাদেশ দল শ্রীলঙ্কা সফরে যাবে না। তাতে দুইদেশের ক্রিকেট বোর্ডই অভ্যন্তরীণ সমস্যা সমাধানের চেষ্টা করে। তবে কোনো সমাধানে পৌঁছানো সম্ভব হয়নি। তাই ঘরোয়া ক্রিকেট আয়োজনের দিকে ঝুঁকবে এখন বিসিবি।
নাজমুল হাসান পাপন বলেন, 'করোনা পরিস্থিতি আমাদের দেশে এখনো ভালো হয়নি। তবে আমরা খেলা শুরু করছি। এখনতো অনুশীলন করছে, এরপরে প্রাকটিস ম্যাচ খেলবে প্লেয়াররা। তারপরেই আমরা ডোমেস্টিক ক্রিকেট শুরু করতে যাচ্ছি। এখন ডোমেস্টিক ক্রিকেটের দুইটা ভাগ আছে।'
শ্রীলঙ্কার কোভিড-১৯ টাস্কফোর্স বাংলাদেশের সফর নিয়ে কোনো আশাব্যঞ্জক সমাধান দিতে পারেনি। বরং বাংলাদেশকে নানা ছাড় দিয়ে শ্রীলঙ্কায় নেওয়ার যে ফর্মুলায় এসএলসি স্বাস্থ্য মন্ত্রণালয়ের অনুমোদন নিয়েছিল, সেটি আবার খারিজ করে দিয়েছে কোভিড টাস্কফোর্স।
শিথিলতা তো আসেইনি বরং লঙ্কা বোর্ডের তরফ থেকে সিরিজ স্থগিতের হুমকি। যদিও সিরিজটির বিষয়ে বেশ আশাবাদী ছিলেন দুই দেশের বোর্ডই। কিন্তু কোয়ারেন্টাইন নিয়ামবলিতে শিথিলতা না আসায় সিদ্ধান্তটি নিতে বাতিল হয়েছে বিসিবি। আগামী ২৪ অক্টোবর থেকে ক্যান্ডিতে তিন ম্যাচের প্রথম টেস্ট শুরু হওয়ার কথা ছিলো।