সফরের জন্য যে ধরণের শর্তাবলী শ্রীলংকা ক্রিকেট বোর্ড (এসএলসি) দিয়েছে, তাতে লংকান সফর করা সম্ভব নয় বলে স্পষ্ট জানিয়ে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এসএলসিকে বিসিবি ইতোমধ্যেই নিজেদের সিদ্বান্ত জানিয়ে দিয়েছে এবং খুব শিগগরিই তাদের কাছ থেকে উত্তরের আশা করছে।
শ্রীলংকার শর্তানুযায়ী সফরকারী দলের জন্য ১৪ দিনের কোয়ারেন্টাইন বাধ্যতামুলক এবং এ সময়ে কঠোর প্রটোকল মেনেই হোটেলের মধ্যে বন্দি থাকতে হবে টাইগারদের।
বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলেন, এমন শর্ত মেনে নেয়া সম্ভব নয়। কারণ যে সব দেশে ক্রিকেট ফিরেছে সেখানে এমন শর্তাবলী বিরল।
আজ পাপন বলেন, ‘এই ধরনের শর্তাবলী ক্রিকেটের ইতিহাসে বিরল। যে সব দেশ ক্রিকেট শুরু করেছে আমরা সে সব বোর্ডের সঙ্গে কথা বলেছি। এমনকি তারাও এ ধরণের কোন শর্ত দেয়নি। প্রতিটি দেশই সাতদিনের বাধ্যতামূলক কোয়ারেন্টাইন করেছে এবং কোয়ারেন্টাইন চলাকালীন সফরকারী দলকে অনুশীলনের অনুমতি দেয়া হয়, কিন্তু এসএলসি তা মানতে চায় না।’
তিনি আরও বলেন, ‘সুতরাং এ ধরণের শর্ত মেনে নেয়া সম্ভব নয় এবং আমরা এটি তাদের জানিয়ে দিয়েছি। আমরা দ্রুতই তাদের কাছ থেকে উত্তর প্রত্যাশা করছি, এরপর আমরা চূড়ান্ত সিদ্ধান্ত নেবো।