দ্বিতীয়বারের পরীক্ষাতেও করোনা পজিটিভ এসেছে বাংলাদেশের টেস্ট ওপেনার সাইফ হাসানের। তবে সাইফের করোনার কোন উপসর্গ নেই। বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া এই মহামারীতে আক্রান্ত হবার সাত দিন পর দ্বিতীয়বারের মত পরীক্ষায় পজিটিভ এলো সাইফের।
বিসিবির প্রধান চিকিৎসক ডা. দেবাশিষ চৌধুরী জানিয়েছেন, শারীরিক সমস্যা বা অন্য কোনও লক্ষণ না থাকলেও আইসোলেশনে থাকবেন সাইফ। তিনি বলেন, ‘সাইফ আমাদের পর্যবেক্ষনে রয়েছেন। তার শারীরিক কোন সমস্যা নেই বা কোন উপসর্গ নেই। কিন্তু দ্বিতীয়বারের পরীক্ষায় পজিটিভ হওয়ায়, তাকে আইসোলেশনে থাকতে হবে।’
চৌধুরী জানান, পজিটিভ থেকে নেগেটিভ হতে সাধারণ দু’সপ্তাহ লাগে। তিনি বলেন, ‘সাধারনত এটি নেগেটিভ হতে দু’সপ্তাহ লাগে। কিন্তু তার পরীক্ষা করা হয়েছিলো। আশা করছি, তার পরের পরীক্ষা ফল ভালো হবে।’
বিসিবি চেয়েছিলো, তার ব্যক্তিগত অনুশীলন শুরু করতে, এজন্যই পরীক্ষা করা হয়েছিলো। দেবাশিষ বলেন, ‘যদি তার করোনা পরীক্ষা নেগেটিভ হতো, তবে তাকে অনুশীলনের জন্য আমরা অনুমতি দিতাম। মূলত অনুশীলন সেশনে যোগ দিতেই তার পরীক্ষা করা হয়।’
ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত পারফরমেন্সের কারণে ভারতের বিপক্ষে টেস্ট দলে সুযোগ পেয়েছিলেন সাইফ। কিন্তু একাদশে সুযোগ পাননি তিনি। তবে এ বছরের শুরুতে রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের বিপক্ষে টেস্টে অভিষেক হয় সাইফের। এরপর ফেব্রুয়ারিতে দেশের মাটিতে জিম্বাবুয়েরও বিপক্ষে এক ম্যাচের সিরিজেও খেলেছিলেন তিনি।
শ্রীলংকার বিপক্ষে টেস্ট সিরিজে দলে সুযোগের ভালো সম্ভাবনা ছিলো সাইফের। কিন্তু করোনার কারণে কড়া প্রোটোকলের কারণে তিন ম্যাচের সিরিজটি অনিশ্চিয়তায় মুখে।
আগামী অক্টোবর থেকে সিরিজটি শুরু হবার কথা ছিলো। কিন্তু সফরকারী বাংলাদেশের জন্য শ্রীলংকার দেয়া ১৪ দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টাইনের শর্তে সিরিজ খেলতে রাজি না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। বিসিবি বসের মন্তব্যের পর এখন পর্যন্ত বাংলাদেশকে কিছু জানায়নি শ্রীলংকা।