দিল্লি ক্যাপিটালসকে ১৫ রানে হারিয়ে এবারের আইপিএলে প্রথম জয় পেল সানরাইজার্স হায়দরাবাদ। পর পর দু' ম্যাচ হেরে লিগ টেবিলের তলানিতে চলে গিয়েছিল তারা। এই জয়ে এবার ঘুরে দাঁড়াল সানরাইজার্স হায়দরাবাদ। মঙ্গলবার প্রথম জয় পাওয়ায় ছয় নম্বরে উঠে এলেন ডেভিড ওয়ার্নাররা। সবার শেষে এখন মহেন্দ্র সিংহ ধোনির চেন্নাই সুপার কিংস। তাছাড়া হেরে যাওয়ায় জয়ের হ্যাটট্রিক হল না দিল্লি ক্যাপিটালসের।
আবুধাবিতে হায়দ্রাবাদের দেয়া ১৬৩ রানের লক্ষে খেলতে নেমে ৭ উইকেটে ১৪৭ রানে থামে দিল্লি ক্যাপিটালস। আফগান লেগ স্পিনার রশিদ খানের ঘূণির কাছেই দিশেহারা দিল্লি। মাত্র ১৪ রান দিয়ে একাই ৩ উইকেট নিয়ে দিল্লি শিবিরে ধ্বস নামান এই আফগান স্পিনার। দলের পক্ষে সর্বোচ্চ ৩৪ রান করেন শিখর ধাওয়ান।
এরাগে টস হেরে ব্যাট করতে নামা হায়দরাবাদকে দিল্লির বোলাররা শুরুর দিকে স্ট্রোক খেলার সুযোগই দেয়নি। রানের গতিও সেভাবে বাড়াতে পারেননি দুই ওপেনার। ডেভিড ওয়ার্নার ৩৩ বলে ৪৫ রান করে অমিত মিশ্রর বলে আউট হন। মণীশ পাণ্ডেও (৩) অমিত মিশ্ররই শিকার।
হায়দরাবাদ ১৬২ রানে পৌঁছায় বেয়ারস্টো ও কেন উইলিয়ামসনের জন্য। এবারের আইপিএলে এ দিনই প্রথম ম্যাচ খেললেন উইলিয়ামসন। তিনি নামার পরেই রানের গতি বাড়ে হায়দরাবাদের। কিউই ব্যাটসম্যান ২৬ বলে ৪১ রান করেন। বেয়ারস্টো ৫৩ করায় হায়দরাবাদ তোলে ৪ উইকেটে ১৬২ রান।