জয় দিয়েই ফ্রেঞ্চ ওপেনের মিশন শুরু করলেন বিশ্বের এক নম্বর টেনিস খেলোয়াড় নোভাক জকোভিচ। ক্যারিয়ারে দারুণ কিছু মৌসুম পাড় করেছেন তিনি। তাছাড়া সর্বসেরা হতে গেলে ১৭টি গ্র্যান্ড স্লাম শিরোপা যথেষ্ট নয়। তাই সংখ্যাটা আরো বাড়ানোর মিশনেই এসেছেন জকোভিচ ফ্রান্সে।
নিউ ইয়র্কে সার্বিয়ান এই যুবকের গৌরবগাথা রচনার সুযোগ হাতছাড়া হলেও ‘বিগ থ্রি’ প্রতিদ্বন্দ্বীর বাকী দুজন (ফেদেরার ও নাদাল) না থাকায়, জকোভিচ আছেন ভালো অবস্থানে। মিখাইল ইয়ামারকে ৬-০, ৬-২ ও ৬-৩ সেটে জেতার পর জকোভিচ বলেন, ‘২০১৬ সালে একটি স্বপ্ন বাস্তব হয়েছিল। স্পষ্টতই আমি আমার ক্যারিয়ারে একমাত্র ফ্রেঞ্চ ওপেন শিরোপা জিতেছি, এবং এটি ছিল একটি দীর্ঘ প্রত্যাশিত একটি স্বপ্নের ট্রফি।’