জাতীয় দলের সাবেক ক্রিকেটার ও জাতীয় দলের সাবেক ম্যানেজার এ এস এম ফারুক আর নেই। আজ বুধবার রাত ১০টার সময় তিনি হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে শেষ নিশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি ২০০৩ বিশ্বকাপে বাংলাদেশ দলের ম্যানেজারের দায়িত্ব পালন করেন। ২০১৬ সালে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে বাংলাদেশ যুব দলের ম্যানেজারও ছিলেন তিনি। এছাড়া বিসিবির গেম ডেভেলপমেন্ট বিভাগের দায়িত্বও পালন করেন এ এস এম ফারুক।