ডিফেন্সিভ খেলার মাশুল গুনতে হলো দিয়েগো সিমিওনের দল অ্যাথলেটিকো মাদ্রিদকে। তাতে ছয় বছরের মধ্যে চ্যাম্পিয়ন্স লিগে তৃতীয় ফাইনাল খেলার স্বপ্ন সেমির আগেই জলে ভেসে গেল স্প্যানিশদের।
তাতে ইতিহাস গড়ে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে উঠে গেল মাত্র ১১ বছর আগে ফুটবলের আঙিনায় পথচলা শুরু করা জার্মান দল লিপজিগ। গোলশূন্য প্রথমার্ধ শেষে, দ্বিতীয়ার্ধের শুরুতেই এগিয়ে যায় লিপজিগ। অ্যাথলেটিকো মাদ্রিদ সমতা ফেরাল বটে, কিন্তু শেষ রক্ষা হলো না।
পর্তুগালের লিসবনে বৃহস্পতিবার রাতে এক লেগের কোয়ার্টার-ফাইনালে ২-১ গোলে জিতেছে জার্মান প্রতিনিধি লিপজিগ। শেষ চারে তারা খেলবে পিএসজির বিপক্ষে।
আক্রমণ আর পাল্টা-আক্রমণে শুরু থেকে জমে ওঠে খেলা। ষষ্ঠ মিনিটে দারুণ একটি সুযোগ নষ্ট করেন লাইপজিগের মার্সেল হালস্টেনবার্গ; ছোট ডি-বক্সের সামনে ফাঁকায় দাঁড়িয়ে উড়িয়ে মারেন এই জার্মান ডিফেন্ডার।
১৩ মিনিটে দুরূহ কোণ থেকে অ্যাল্টিকো মিডফিল্ডার ইয়ানিক কারাসকোর নেওয়া জোরালো শট ডান দিকে ঝাঁপিয়ে কর্নারের বিনিময়ে রক্ষা করেন গোলরক্ষক।
প্রথমার্ধে লিপজিগ বেশ কয়েকবার আক্রমণে উঠলেও অ্যাথলেটিকোর রক্ষণে চিড় ধরাতে পারেনি।
দ্বিতীয়ার্ধের পঞ্চম মিনিটে লিপজিগকে এগিয়ে দেন দানি ওলমো। সতীর্থের ক্রসে হেডে ঠিকানা খুঁজে নেন অরক্ষিত এই স্প্যানিশ মিডফিল্ডার।
৭১ মিনিটে স্পট-কিকে াথলেটিকোক্ ম্যাচে ফেরান জোয়াও ফেলিক্স।
নির্ধারিত সময়ের দুই মিনিট বাকি থাকতে কপাল পোড়ে অ্যাথলেটিকোর। লিপজিগের জয়সূচক গোলটি করেন টেইলর অ্যাডামস।