বার্সেলোনায় ক্যারিয়ার শুরু করার পর থেকে আর্জেন্টিনার তারকা ফুটবলার লিওনেল মেসি বেশকিছু দারুণ ঘটনার স্বাক্ষী হয়েছেন। জিতেছেন একাধিক চ্যাম্পিয়ন্স লিগ ট্রফি, অনেক ক'টি ব্যালন ডি'অর এবং আরো অনেক ধরনের পুরস্কার উঠেছে লিওনেল মেসির হাতে। তবে বলা বাহুল্য গত কয়েকটি বছর খুব একটা সুবিধা করতে পারছেন না তিনি। তাই বার্সেলোনা ছেড়ে যাচ্ছেন মেসি। এমনই খবর দিয়েছে কাতালুনিয়ার এক সাংবাদিক।
শুরুর বছরগুলোর ছায়া হয়ে রয়েছেন যেনো মেসি। ভালো অবস্থানে থেকেও শেষ পর্যন্ত চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের কাছে লা লিগার শিরোপা হারিয়েছে। আর চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে বায়ার্ন মিউনিখের কাছে ৮-২ গোলের লজ্জাজনক পরাজয়ের পর নানাভাবে সমালোচিত হচ্ছে বার্সা এবং লিওনেল মেসি।
এরই ধারাবাহিকতায়, কোচ কিকে সেতিয়েন বাদ পড়ছেন আগামী সপ্তাহেই। একজন সাংবাদিক তো ইতোমধ্যেই জানিয়েছেন যে, এখনই দল ছাড়তে প্রস্তুত লিওনেল মেসি। আগামী মৌসুমে নয়, এখনই ন্যু ক্যাম্প ছাড়েত চান লিওনেল মেসি। Marcelo Bechler নামে এক সাংবাদিক জানিয়েছেন মেসির বার্সেলোনা ছেড়ে যাওয়ার কথা।
কাতালুনিয়ায় বাস করা ব্রাজিলবেসড সাংবাদিক 'মার্সেলো বেচলার' এক রিপোর্টে জানান যে, মেসির বার্সা ছেড়ে যাওয়ার কথা। এই রিপোর্টার আবার বার্সেলোনার ক্লাব সংশ্লিষ্ট। তার রিপোর্টকে আবার অবিশ্বাস করাও যাচ্ছেনা। কারণ নেইমারের পিএসজিতে যোগ দেওয়ার খবরটি তিনিই ব্রেক করেন। মার্সেলোই প্রথম জানিয়েছিলেন সবচেয়ে বেশি মূল্যে নেইমার বার্সা ছেড়ে যাচ্ছেন, প্যারিস সেন্ট জার্মেইয়ে।
নেইমারের পর লিওনেল মেসির ক্লাব ছাড়ার খবর দিলেন মার্সেলো। তবে কোথায় যাচ্ছেন মেসি, এটি সবচেয়ে বড় প্রশ্ন এখন। কারণ বেশি অর্থ পাওয়া পৃথিবীর হাতেগোনা খেলোয়াড়দের একজন মেসি। এই আর্জেন্টাইন ফরোয়ার্ডের বার্সা ছেড়ে যাওয়াটা এখন সবচেয়ে বড় প্রশ্ন। তবে মার্সেলো বেচলারের দেয়া খবর বলেই একেবারে অস্বীকারও করা যাচ্ছেনা। তবে যাই হোক, তেমনটা হলে লিওনেল মেসিকে দলে টানতে পৃথিবীর সেরা ক্লাবগুলোর মধ্যে প্রতিযোগিতা শুরু হয়ে যাবে, তা বলাই বাহুল্য।