জাতীয় পুরস্কারপ্রাপ্ত প্রাক্তন জাতীয় হকি খেলোয়াড় এবং প্রশিক্ষক এহতেশাম সুলতান আজ সোমবার (১৭ আগষ্ট) ভোর সাড়ে ৫টায় মিরপুরের একটি হাসপাতালে লিভার ক্যান্সারে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাহে রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৪ বছর। তিনি জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক ইমতিয়াজ সুলতান জনি'র বড় ভাই।
এহতেশাম সুলতান একাধারে হকির খেলোয়াড়, কোচ ও সংগঠক ছিলেন। ফুটবল কোচিংয়ের সঙ্গেও কিছুদিন জড়িত ছিলেন তিনি। দেশের ক্রীড়াঙ্গনে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে জাতীয় পুরস্কারও পেয়েছিলেন তিনি।
এতহশোম সুলতানরে মৃত্যুতে বাংলাদশে র্স্পোটস প্রেস অ্যাসোসিয়েশন (বিএসপিএ) সহ বিভিন্ন সংগঠন গভীর শোক প্রকাশ করছে এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবদেনা প্রকাশ করেছে।