শেষ খেলোয়াড় হিসেবে বিশ্বের আট নম্বরে বেলিন্ডা বেনসিচও ইউএস ওপেন থেকে নাম প্রত্যাহার করে নিলেন। ২৩ বছর বয়সী এই সুইস খেলোয়াড় গত বছর ফ্লাশিং মিডোর সেমিফাইনালে উঠেছিলেন।
বেলিন্ডার আগে করোনাভাইরাস মহামরীতে গতবারের চ্যাম্পিয়ন বিয়ানকা আন্দ্রেস্কু, বিশ্বের এক নম্বর নারী তারকা অ্যাশলে বার্টি এবং সেরা দশে থাকা এলিনা সভিতোলিনা এবং কিকি বার্টেনসকে টুর্নামেন্ট থেকে নিজেদের সরিয়ে নেন।
বেলিন্ডা বলেন, ‘আমি নিউইয়র্ক ছেড়ে যাওয়া কঠিন সিদ্ধান্ত নিয়েছি এবং পরের মাসে রোমে ফিরে আসব।’ তাছাড়া বলেন, ‘পরের বছর ফিরে আসার অপেক্ষায় রয়েছি এবং আগামী সপ্তাহে যারা সেখানে প্রতিদ্বন্দ্বিতা করবেন তাদের জন্য শুভ কামনা করছি।’
ইউএস ওপেন টুর্নামেন্ট আগামী ৩১ আগস্ট থেকে শুরু হতে চলেছে এবং রোম টেনিস টুর্নামেন্ট হবে ২০ সেপ্টেম্বর থেকে। আর মাসের শেষে শুরু হবে পুনর্নির্ধারিত ফ্রেঞ্চ ওপেন টেনিস টুর্নামেন্ট।