৪০০ মিটার দৌড়ে অলিম্পিক চ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকার ওয়েইড ভ্যান নিকের্ক করোনা পজেটিভ। ইটালিয়ান দৈনিক Gazzetta dello Sport এমনটাই জানিয়েছে।
ভ্যান নিকের্ক চার বছর আগে রিও অলিম্পিক গেমসে ৪৩.০৩ সেকেন্ড সময় নিয়ে নতুন রেকর্ড গড়ে ৪০০ মিটার স্প্রিন্টে স্বর্ন পদক জিতেছিলেন। এরপর ২০১৭ সালে দক্ষিণ আফ্রিকার বাইরে একটি তিনজাতি প্রীতি রাগবি ম্যাচে অংশ নিয়ে হাটুর ইনজুরিতে পড়েন।
কোভিড-১৯ এ আক্রান্ত হওয়া সম্পর্কে ভ্যান নিকের্কের ম্যানেজার পিট ভ্যান জিল জানান, 'এটা কিভাবে সম্ভব আমি বুঝতে পারছিনা। পুরো সপ্তাহ জুড়ে অনুশীলনেই ছিল ওয়েইড, তার মধ্যে কোনো লক্ষণ দেখা যায়নি। এমনকি পরীক্ষার পরও ইতিবাচক কোনো উপসর্গ দেখা যায়নি। তার জ্বরও হয়নি।'
ভ্যান নিকের্ক, ২০১৭ সালে একটি প্রীতি রাগবি ম্যাচ খেলতে গিয়ে লিগামেন্ট ছিঁড়েছিলেন, তাতে করে তার ক্যারিয়ারই হুমকির মুখে পড়েগিয়েছিল। আর এই বছরের ফেব্রুয়ারি মাসে তিনি আবার খেলার মাঠে ফেরেন।