সেই মার্চ মাসে করোনার থাবায় মাঠ ছেড়েছিলেন মুশফিকুর রহিমরা। এরপর কাটছে ঘরবন্দি সময়। আবার মাঠে ফেরা এতটা দীর্ঘস্থায়ী হবে কে জানত। খেলা, অনুশীলন কোন কিছুর জন্যই অবশ্য ক্রিকেটারদের মাঠে ফেরার অবস্থা এখনো হয়নি বাংলাদেশে। মুশফিকুর রহিম সোমবার মাঠে গিয়েছিলেন ব্যক্তিগত কাজে।
অনুশীলন করতে পারবেন না জেনেও মাঠে ঠিকই নামেন। মুখে মাস্ক, হাতে গ্লাভস পরে সামাজিক দূরত্বের বিধি-বিধান মেনেই বিসিবিতে আসেন মুশফিক। অনেকদিন পরে এই ষ্টেডিয়ামে পা দিয়ে কিছুটা নষ্টালজিকও হয়ে পড়েন জাতীয় দলের এই উইকেটকিপার কাম মিডলঅর্ডার ব্যাটসম্যান। মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট ষ্টেডিয়ামের প্রতিটি কর্ণারের সঙ্গে যে জাতীয় দলের ক্রিকেটারদের চেনা পরিচয় অন্যরকম। এটা যে বাংলাদেশের হোম অব ক্রিকেট।
পরে ফেসবুকে নিজের পেজে প্রিয় মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে দাঁড়ানো এক ছবিতে জানিয়েছেন নিজের আক্ষেপ, ‘অসাধারণ এই ভেন্যু মিস করছি। কেবল সৃষ্টিকর্তাই জানেন, কবে আমরা আবার এখানে অনুশীলন করতে পারব।’