আইপিএলের আগেই শুরু হচ্ছে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল)। এবারের আসর শুরু হবে ১৮ অগস্ট। আর ফাইনাল ১০ সেপ্টেম্বর। করোনাভাইরাস মহামারীতে এটাই হতে চলেছে প্রথম বড় কোনো ক্রিকেট লিগ। তবে টুর্নামেন্ট হবে বায়ো-সিকিওর পরিবেশে দর্শক শূন্য স্টেডিয়ামে।
টুর্নামেন্টে ছ’টি দল দু’টি ভেন্যুতে মোট ৩৩টি ম্যাচ খেলবে। ম্যাচগুলি হবে ত্রিনিদাদ এন্ড টোবাগোর ব্রায়ান লারা ক্রিকেট একাডেমি এবং পোর্ট অফ স্পেনের কুইন্স পার্ক ওভালে। সেমিফাইনাল দু’টি ও ফাইনাল ম্যাচটি খেলা হবে ব্রায়ান লারা ক্রিকেট একাডেমিতে। প্রথম ম্যাচ হবে গত বছরের রানার্স গায়ানা আমাজন ওয়ারিয়র্স এবং ত্রিনবাগো নাইট রাইডার্সের মধ্যে। আর চ্যাম্পিয়ন বার্বেডোজ ট্রাইডেন্টস শুরু করবে মৌসুমের দ্বিতীয় খেলায় সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টসের বিরুদ্ধে।
সিপিএল কর্তৃপক্ষ জানিয়েছে, ‘টুর্নামেন্টটি জৈব-সুরক্ষিত পরিবেশে দর্শকহীন স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। টুর্নামেন্টে অংশ নেওয়া এবং বৃহত্তর জনগোষ্ঠীকে কোভিড-১৯ ভাইরাসের সংক্রমণ থেকে সুরক্ষার জন্য একাধিক ব্যবস্থা নেওয়া হয়েছে।
সিপিএলের সিইও ড্যামিয়েন ও’ডনহো জানিয়েছেন, ‘এই বছরটি আলাদাভাবে সিপিএল হবে। তবে গুণগত মানের দিক থেকে আগের চেয়ে ভালো হবে। দীর্ঘকালীন অনুপস্থিতির পরে এটি ফিরে আসায় সরাসরি খেলাধুলার ক্ষুধা আগের থেকে বেশি দেখছি। করোনা আবহে সিপিএলই প্রথম ফ্র্যাঞ্চাইজি টি-২০ টুর্নামেন্ট৷’
এছাড়া সব দল এবং কর্মকর্তাদের একটি হোটেলে রাখা হবে। প্রত্যেকে দেশে প্রথম দুই সপ্তাহের জন্য তারা পৃথক পৃথক প্রোটোকল সাপেক্ষে থাকবে। বিদেশ থেকে ভ্রমণ করা প্রত্যেককে তাদের দেশ ছাড়ার আগে কোভিড-১৯ টেস্ট দিতে হবে এবং তারপরে আবার আসার পরে ত্রিনিদাদেও পরীক্ষা করা হবে।’