ইংল্যান্ডের বিশ্বকাপ জয়ী কিংবদন্তি তারকা জ্যাক চার্লটন দীর্ঘদিন অসুস্থ থাকার পর শুক্রবার মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৮৫ বছর। চার্লটনের নাতনী এমা উইলকিনসন এ কথা নিশ্চিত করেন।
ইংলিশ লিগে লিডসের হয়ে জ্যাক চার্লটন ১৯৫০ থেকে ১৯৭৩ পর্যন্ত ক্যারিয়ারের পুরোটা সময়ই কাটান। এসময় দলের হয়ে ৭৭৩ টি ম্যাচ খেলেন এই সেন্টার ব্যাক। দলকে ইংলিশ লিগ ও এফএ কাপ শিরোপাও জিতিয়েছিলেন জ্যাক। তাছাড়া ম্যানচেস্টার ইউনাইটেডের কিংবদন্তি মিডফিল্ডার ছোটো ভাই ববি চার্লটনের সাথে ইংল্যান্ডের বিশ্বকাপ জয়ী দলের সদস্য ছিলেন জ্যাক।
তিন সন্তানের জনক জ্যাক চার্লটন ১৯৮৬ থেকে ১৯৯৬ সাল পর্যন্ত আয়ারল্যান্ড প্রজাতন্ত্র দলের কোচের দায়িত্ব নিয়ে ১৯৯০ ও ১৯৯৪ সালে দলকে বিশ্বকাপের চূড়ান্ত পর্বে নিয়ে যান।