করোনাভাইরাস মুক্ত হলেন জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও সাংসদ মাশরাফী বিন মর্তোজা। আজ মঙ্গলবার রাতে অফিসিয়াল ফেসবুক পেইজে মাশরাফী নিজেই এই ঘোষণা দেন।
সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে মাশরাফী লেখেন, 'পুরো সময়টায় যারা পাশে ছিলেন, দোয়া করেছেন, অনেকে উদ্বিগ্ন ছিলেন ও নানা ভাবে খোঁজ নিয়েছেন বা নেওয়ার চেষ্টা করেছেন, সবার প্রতি কৃতজ্ঞতা।' তবে মাশরাফীর স্ত্রীর করোনাভাইরাস পরীক্ষার ফল এখনও পজিটিভ। সবাইকে সাবধানে থাকার পরামর্শও দেন মাশরাফী।
এদিকে, বাংলাদেশ অ্যাথলেটিক্স ফেডারেশনের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুর রকিবও করোনামুক্ত হয়েছেন। টানা ২৪ দিন করোনাভাইরাসের সাথে লড়াই শেষে তিনি বিজয়ী হন।