সাউদাম্পটন টেস্টের তৃতীয় দিন শেষে স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে ৯৯ রানে এগিয়ে আছে ওয়েস্ট ইন্ডিজ। আগের দিনের ১ উইকেটে ৫৭ রান নিয়ে খেলতে নেমে, ক্রেইগ ব্রেথওয়েট এবং শেন ডাওরিচের ফিফটিতে ইংল্যান্ডের বিপক্ষে ৩১৮ রান তুলে ১১০ রানের লিড পায় ওয়েস্ট ইন্ডিজ।
ডাওরিচ দলের পক্ষে সর্বোচ্চ ৬৫ ও ব্রেথওয়েট ৬১ রান করেন। ইংলিশ বোলারদের মধ্যে বেন স্টোকস ৪৯ রানে ৪টি এবং জেমস এন্ডারসন ৬২ রানে ৩টি উইকেট তুলে নেন। দ্বিতীয় ইনিংসে ব্যাট করে দিন শেষে ইংল্যান্ডের সংগ্রহ, বিনা উইকেটে ১৫ রান। ররি বার্নস ১০ ও ডম সিবলি ৫ রান নিয়ে আজ আবার ব্যাট করতে নামবেন।