তিন দশক পর দলকে লিগ শিরোপা জেতানোর পুরস্কার হিসেবে লিভারপুলের কোচ ইয়ুর্গেন ক্লুপকে ইংলিশ প্রিমিয়ার লিগের সেরা কোচের পুরস্কার দিয়েছে ‘লিগ ম্যানেজার্স এসোসিয়েশন’। এসোসিয়েশনের সদস্যদের ভোটের পর ক্লুপকে স্যার এলেক্স ফার্গুসন ট্রফি দেওয়া হয়।
লিগের ৩৮ ম্যাচে ৩২ জয়ে ৯৯ পয়েন্ট পেয়ে দ্বিতীয় স্থানের দল ম্যানচেস্টার সিটির চেয়ে ৮ পয়েন্ট এগিয়ে থেকে শিরোপা জিতে নেয় লিভারপুল। পুরস্কার পাওয়ার ভিডিও ফুটেজ দিয়ে লিভারপুল তাদের ক্লাব টুইট করে, যেখানে ক্লুপ বলছেন, 'আমাকে (এই পুরস্কার পাওয়ায়) অনেক লোককে 'ধন্যবাদ' বলতে হবে। আমি (সেইসব) কোচদের সাহায্যেই এখানে এসেছি।'
তাছাড়া পুরস্কার পাওয়ার পর ক্লুপ বলেন, লিভারপুলের কোচিং স্টাফদের ‘চমৎকার ইনপুট’ ছাড়া লিগ জেতা সম্ভব ছিলো না। ইয়ুর্গেন ক্লুপ গত মৌসুমে ‘অল রেড’দের চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জেতানোর পর বিশ্ব ক্লাব কাপেও চ্যাম্পিয়ন করেছিলেন।
গত মৌসুমের সেরা কোচের পুরস্কার জেতা ক্রিস উইল্ডার রানার্সআপ হন এবার। আর চেলসি নারী দলকে লিগ ও কন্টিনেন্টাল কাপ জেতানোয় নারীদের সেরা কোচের পুরস্কার জেতেন এমা হায়েস।