আবারও ইনজুরিতে পড়েছেন টেনিস তারকা রজার ফেদেরার। তাতে হাঁটুতে অস্ত্রোপচার করা হয়েছে। বাকি মৌসুমের জন্য টেনিস সার্কিট থেকে নিজেকে সরিয়ে নিলেন রজার। সুস্থ হয়ে ২০২১ সালের শুরুতে আবার সার্কিটে ফিরতে চান ২০টি গ্র্যান্ডস্লামের মালিক।
চলতি মৌসুমে ইউ এস ওপেন আর সেপ্টেম্বরে হতে চলা ফরাসি ওপেনে দেখা যাবে না সুইস টেনিস তারকাকে। জানুয়ারি মাসে অস্ট্রেলিয়ান ওপেনের সেমি ফাইনালে নোভাক জোকোভিচের কাছে হারের পর আর কোনও ম্যাচ খেললেনি ফেদেরার। ফ্রেব্রুয়ারি মাসে ডান হাঁটুতে অস্ত্রোপচার হয় তার। তারপর থেকে চলছিলো রিহ্যাব।
— Roger Federer (@rogerfederer) June 10, 2020
ঠিক ছিল কোভিড-১৯ পরবর্তী সময়ে টেনিস ফিরলেই কামব্যাক করবেন ফেদেরার। কিন্তু সুইস তারকার রিহ্যাব পরিকল্পনা মতো এগোয়নি। চোট পাওয়া হাঁটুতে পুনরায় আর্থোস্কপি করতে হয়। ফলে মৌসুমের বাকি সময়ে আর খেলা হবে না তাঁর। একশ’ শতাংশ ফিট হয়ে নতুন মৌসুমের শুরুতে কোর্টে ফেরার পরিকল্পনা করছেন বিশ্ব টেনিসের অন্যতম সেরা তারকা।
১৯৯৮ সালে সার্কিটে অভিষেক হওয়ার পর এই প্রথম চোটের কারণে এতটা সময় কোর্টের বাইরে থাকতে হচ্ছে ফেদেরারকে। ২০১৬ সালে চোটের কারণে প্রায় ছয় মাস টেনিস কোর্টের বাইরে থাকার পর স্বপ্নের কামব্যাক করেছিলেন তিনি। পরের বছর ফিরে এসে জিতেছিলেন অস্ট্রেলিয়ান ওপেন আর উইম্বলডন। ২০২১ সালেও আটত্রিশ বছরের ফেদেরারের কাছ থেকে এরকমই কামব্যাক চাইছেন ভক্তরা।