ফর্মুলা ওয়ান কিংবদন্তি মাইকেল শ্যুমাখারকে আগামী কয়েকদিনের মধ্যে নতুন করে স্টিম সেল অপারেশন করার জন্য প্রস্তুত করা হচ্ছে। এই জার্মান ফর্মুলা ওয়ান আইকন স্কিইং করতে গিয়ে একটি করুণ দুর্ঘটনার শিকার হন। সেই থেকে টানা ছয় বছরেরও বেশি সময় ধরে শ্যুমাখারকে আর জনসমক্ষে দেখা যায়নি।
ইতালীয় গণমাধ্যম জানিয়েছে, ফরাসী অধ্যাপক ও হৃদরোগ বিশেষজ্ঞ ডাঃ ফিলিপ মেনাশে শিগগিরই শ্যুমাখারের অপারেশন করবেন। এর আগেও তিনি শ্যুমাখারের চিকিতসা করেছেন। ফরাসি সংবাদপত্র ‘লা ডাউফিন’ দাবি করেছে আগামী কয়েকদিনের মধ্যেই এই অপারেশন হবে।
নিউরোসার্জন ডাঃ নিকোলা অ্যাকসিয়ারি জানান যে ২০১৩ সালে ফরাসি আল্পসের মেরিবেলে মারাত্মক স্কিইং দুর্ঘটনার শিকার হওয়ার পর থেকে শ্যুমাখার অস্টিওপরোসিস এবং পেশী অ্যাট্রোফি’র কারণে চলাচল করতে পারছেন না। তিনি বলেন, এই অপারেশনের ‘লক্ষ্য মাইকেলের স্নায়ুতন্ত্রকে নতুনভাবে জন্মানো।’
এই কারণেই কার্ডিওলজিস্ট মেনাশে সাতবারের ফর্মুলা ওয়ান বিশ্ব চ্যাম্পিয়ন শ্যুমাখারের স্টেম সেল অপারেশন করতে যাচ্ছেন। অপারেশন সম্পর্কে বলতে গিয়ে অ্যাকসিয়ারি আরও বলেন, ‘গত ২০ বছরে স্টেম সেল পদ্ধতি চিকিত্সা বিজ্ঞানে বিশাল অগ্রগতি এনে দিয়েছে।’ তিনি বলেন, ‘তবে (শ্যুমাখারের ক্ষেত্রে) ফলাফল কী হবে তা আমরা বলতে পারছি না।’
এদিকে, গত মাসে শ্যুমাখারের সাবেক সতীর্থ ফিলিপ ম্যাসা জানান, ফর্মুলা ওয়ান কিংবদন্তি একটি ‘কঠিন পরিস্থিতির’ মধ্যে রয়েছেন।