সবার উপরে উঠে গেলেন বিশ্ব টেনিসের মহাতারকা রজার ফেদেরার। প্রতিবছরের ন্যায় এবারও পৃথিবীর ধনীতম অ্যাথলেটদের তালিকা প্রকাশ করলো ফোর্বস ম্যাগাজিন। আর এবারই কেরিয়ারে প্রথমবার তালিকার শীর্ষে উঠে এলেন টেনিস মায়েস্ত্রো রজার ফেদেরার। দ্বিতীয় এবং তৃতীয়স্থানে আছেন যথাক্রমে এই গ্রহের দুই সেরা ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদো এবং লিওনেল মেসি।
ব্র্যান্ড এনডোর্সমেন্ট এবং পারিশ্রমিক মিলিয়ে সবশেষ আর্থিকবর্ষে ১০৬.৩ মিলিয়ন ডলারের মালিক রজার ফেডেরার প্রথমবারের জন্য তালিকায় উঠে এলেন প্রথম স্থানে। একইসঙ্গে প্রথম টেনিস প্লেয়ার হিসেবে এই কীর্তি গড়েন তিনি।
ব্র্যান্ড এন্ডোর্সমেন্ট এবং পারিশ্রমিক (পুরস্কার অর্থ) মিলিয়ে যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয়স্থানে থাকা রোনালদো ও মেসির বার্ষিক আয়ের পরিমাণ ১০৫ মিলিয়ন এবং ১০৪ মিলিয়ন ডলার। গতবছরের তুলনায় রোনালদো-মেসির সম্মিলিত আয়ের পরিমাণ এবার কমেছে ২৮ মিলিয়ন ডলার। করোনাভাইরাস মহামরীতে মার্চের মাঝপথ থেকে ইউরোপে বন্ধ ফুটবলে সকল অ্যাক্টিভিটি।
৯৫.৫ মিলিয়ন এবং ৮৮.২ মিলিয়ন ডলার আয় নিয়ে চতুর্থ ও পঞ্চমস্থানে যথাক্রমে ব্রাজিল ও পিএসজি তারকা নেইমার এবং লস অ্যাঞ্জেলস লেকার তারকা এল জেমস। ৩৭.৪ মিলিয়ন ডলার আয় নিয়ে মেয়েদের মধ্যে তালকায় সবার প্রথমে জাপানি টেনিস তারকা নাওমি ওসাকা।