করোনাভাইরাস আতঙ্কের মধ্যেই বাবা হলেন উসাইন বোল্ট। বিশ্বজুড়ে করোনার আতঙ্ক। ব্যতিক্রম নয় জামাইকাও। তৃতীয় বিশ্বের এই দেশেও নিজের থাবা বসিয়েছে মারণ ভাইরাস করোনা। এসবের মধ্যেই সুখবর পেলেন সেদেশের সর্বকালের অন্যতম সেরা ক্রীড়াবিদ উসাইন বোল্ট। প্রথমবার বাবা হলেন এই বিশ্বরেকর্ডধারী স্প্রিন্টার। যা আতঙ্কের মধ্যেও হাসি ফোটাল সেদেশের ক্রীড়াপ্রেমীদের মুখে।
বিশ্বের দ্রুততম মানুষ উসাইন বোল্ট। পায়ে তাঁর বিদ্যুতের গতি। ৮-৮ বার অলিম্পিক সোনাজয়ী স্প্রিন্টার জামাইকার অ্যাথলিট উসাইন বোল্ট। তবে বাবা হওয়ার স্বাদ পেলেন প্রথমবার। উসেইনের বান্ধবী কাসি বেনেট রবিবার ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দিয়েছেন বলে জামাইকার স্থানীয় সংবাদমাধ্যমে দাবি করা হয়েছে। মা-মেয়ে দু-জনেই সুস্থ রয়েছেন। যদিও, সরকারিভাবে বোল্টের তরফে এখনও কিছু জানানো হয়নি।