নারীদের পোলভল্টে অলিম্পিক চ্যাম্পিয়ন ক্যাটরিনা স্টেফানিদিই সেরা। গার্ডেন পোলভল্ট ওপেন চ্যালেঞ্জে তিনি সেরার মুকুট জিতেছেন। গ্রিসের এই চ্যাম্পিয়ন ৩৪ জাম্পে পরাজিত করেন যুক্তরাষ্ট্রের ক্যাটি নাগেওত্তি (৩০) এবং কানাডার অ্যলিসা নিউম্যানেক(২১)।
এই তিন প্রতিযোগীর জন্য চার মিটার উচ্চতায় বার লাগানো হয়েছিলো। আর লাফের জন্য সময় ছিলো ১৫ মিনিট। দুই প্রতিযোগীকে পেছনে ফেলে জয় তুলে নেন ক্যাটরিনা স্টেফানিদি।
চ্যালেঞ্জ শেষে ২০১৬ সালে রিও অলিম্পিক জয়ী ক্যাটরিনা স্টেফানিদি বলেন, “আমার বাহু দুটি খুব ক্লান্ত হয়ে পড়েছে।”
দুই সপ্তাহ আগে, ছেলেদের এই চ্যালেঞ্জে জয়ী হন ফ্রান্সের রেনাল্ড ল্যাভিলেনি। তিনি পরাজিত করেন সুইডেনের আর্মান্ড ডুপ্লান্টিসকে। অবশ্য দুজনই ৫ মিটারের বার ৩৬বার করে অতিক্রম করেছিলেন।