করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে সামাজিক দূরত্ব বজার রাখা অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়। সামাজিক দূরত্ব বজার রাখা নিয়ে সচেতনতামূলক বার্তা দিলেন বিশ্বের দ্রুততম মানব উসাইন বোল্ট। মারণ ভাইরাস করোনা কোভিড-১৯ থেকে বাঁচতে সামাজিক দূরত্বের গুরুত্ব বোঝাতে সোশ্যাল মিডিয়ার আশ্রয় নেন বোল্ট।
১২ বছর আগে বেইজিং অলিম্পিকে অসম্ভবকে সম্ভব করে ১০০ মিটার স্প্রিন্টে সোনা জিতেছিলেন বোল্ট। সেদিনের সেই ছবি পোস্ট করে করোনা যুদ্ধে সামাজিক দূরত্ব বজার রাখার বার্তা দিলেন উসাইন। ৮ বারের অলিম্পিক সোনাজয়ী জামাইকার অ্যাথলিট টুইটারে স্প্রিন্ট জয়ের মুহূর্তের ছবি পোস্ট করেন। অন্য প্রতিযোগিদের অনেকটা পেছনে ফেলে বোল্ট সেদিন চ্যাম্পিয়ন হয়েছিলেন।
২০০৮ অলিম্পিকে বার্ড’স নেস্ট স্টেডিয়ামে পুরুষদের ১০০ মিটার ফাইনালে সোনা জয়ের পথে বোল্ট মাত্র ৯.৬৯ সেকেন্ড নেন। সেদিন অলিম্পিক রেকর্ড শুধু নয়, ১০০ মিটার দৌড়ে বিশ্ব রেকর্ডও গড়েছিলেন এই জ্যামাইকান। দ্বিতীয় স্থানে থাকা মার্কিন স্প্রিন্টার রিচার্ড থমসনের থেকে ০.২০ সেকেন্ড আগে দৌড়ে শেষ করেন তিনি।
সবাইকে পেছনে ফেলে দৌড়ে জেতার সেই মূহূর্তের মধ্যে দিয়ে দূরত্বের বজার রাখা বোঝাতে এরপর বোল্ট লিখেছেন,’সংক্রমণ এড়াতে তখন থেকেই দূরত্ব বজার রাখার কৌশল রপ্ত করেছিলাম।’ এর মাধ্যমে বিশ্ববাসীকে করোনার করাল গ্রাস থেকে বাঁচতে প্রত্যেককে সামাজিক দূরত্ব মেনে চলার বার্তা দিলেন বিশ্বের দ্রুততম মানব।