করোনাভাইরাসের কারণে গ্র্যান্ড সুমো টুর্নামেন্ট দুই সপ্তাহের জন্য পিছিয়ে দিয়েছে জাপান সুমো এসোসিয়েশন- জেএসএ। আগামী ১০ মে এই টুর্নামেন্ট শুরু হওয়ার কথা। পিছিয়ে দেওয়ার কারণে এই টুর্নামেন্ট এখন জুলাই মাসে শুরু হবে।
জেএসএ চেয়ারম্যান হাক্কাকু জানিয়েছেন, করোনাভাইরাস পরিস্থিতি পর্যালোচনার জন্য আগামী মাসে নির্বাহী কমিটি আবার বৈঠকে বসবে। তখনই সিদ্ধান্ত হবে যে দর্শকশূন্য অবস্থায় টুর্নামেন্ট আয়োজন করা হবে নাকি পুরোপুরি বাতিল করা হবে।
তিনি আরো জানান, আপাতত টুর্নামেন্টের সময় পেছানো হয়েছে। কিন্তু দিনকে দিন করোনাভাইরাস যেভাবে ছড়িয়ে পড়ছে তাতে করে টুর্নামেন্ট হবে কিনা সেটা নিয়েই সংশয় তৈরি হয়েছে।