বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতি(বিএসপিএ)-এর সহ-সভাপতি ও ঢাকা রিপোর্টার্স ইউনিটি’র (ডিআরইউ) সদস্য এবং দৈনিক করতোয়ার যুগ্ম বার্তা সম্পাদক মোঃ সাহাব উদ্দিন সাহাবের মাতা হামিদা বেগম ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। তিনি আজ শুক্রবার ভোর ৫টায় রাজধানীর কোতয়ালি’র বাসায় মস্তিস্কে রক্তক্ষরণজনিত কারণে ইন্তেকাল করেন।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৩ বছর। তিনি পাঁচ পুত্র, দুই কন্যা ও আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
আজ শুক্রবার বাদ জুমআ’ নামাজে জানাজা শেষে তাকে আজিমপুর কবরস্থানে তাকে দাফন করা হয়।
সাহাব উদ্দিন সাহাবের মাতা হামিদা বেগমের মৃত্যুতে বিএসপিএ’র কার্যনির্বাহী কমিটির পক্ষে সভাপতি সনৎ বাবলা ও সাধারণ সম্পাদক সুদীপ্ত আহমেদ আনন্দ এবং ঢাকা রিপোর্টার্স ইউনিটি কার্যনির্বাহী কমিটির পক্ষ থেকে সভাপতি রফিকুল ইসলাম আজাদ ও সাধারণ সম্পাদক রিয়াজ চৌধুরী আজ এক বিবৃতিতে গভীর শোক ও দু:খ প্রকাশ করেন।
নেতৃবৃন্দ মরহুমার রুহের মাগফেরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
উল্লেখ্য, সাহাব উদ্দিন সাহাব বাংলাদেশের খেলা ডট কমের সম্পাদক।