করোনাভাইরাসের সংক্রমণ থেকে রক্ষা পেতে ভক্ত-সমর্থকদের ঘরে থাকার আহ্বান জানিয়েছেন, বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা।
করোনাভাইরাসের কারণে স্থবির হয়ে আছে জনজীবন। খেলাধুলাও বন্ধ। মহামারী আকার ধারন করেছে করোনাভাইরাস। ভয়ংকর ছোঁয়াচে এই ভাইরাস জনবহুল জায়গাতেই ছড়ায়। এ সময় যতটা নিজেদের গৃহবন্দী রাখা যায়, সবার জন্যই সেটা ভালো। বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা এই অবস্থায় সবাইকে নিজেদের স্বোচ্ছা বন্দি করে রাখার আহ্বান জানান।
ভক্ত সমর্থকদের, ঘরের বাইওে বের না হতে বললেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের অফিশিয়াল অ্যাকাউন্টে কবি হেলাল হাফিজের মতো মাশরাফী লেখেন, ‘এখন যৌবন যার বাসায় থাকার তার শ্রেষ্ঠ সময় … নিরাপদ থাকুন, ঘরের ভেতর থাকুন!’