বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী তথা মুজিব বর্ষ উদযাপন উপলক্ষে বাংলাদেশ রোকবল অ্যাসোসিয়েশন আয়োজন করেছে ‘জাতীয় রোকবল প্রতিযোগিতা’। আর নতুন এই খেলাটিতে পৃষ্ঠপোষকতার হাত বাড়িয়ে দিয়েছে ওয়ালটন গ্রুপ। পুরুষ বিভাগে ৮টি ও নারী বিভাগে ৬টি দল নিয়ে আগামীকাল মঙ্গলবার থেকে শুরু হবে ‘ওয়ালটন এয়ার কন্ডিশনার জাতীয় রোকবল প্রতিযোগিতা’। ফার্মগেটের ইন্দিরা রোড ক্রিকেট একাডেমি মাঠে দুইদিনের এই প্রতিযোগিতা চলবে বুধবার পর্যন্ত।
প্রতিযোগিতার বিষয়ে বিস্তারিত জানানোর জন্য আজ সোমবার সকালে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে টুর্নামেন্টের বিভিন্ন দিক তুলে ধরেন বাংলাদেশ রোকবল অ্যাসোসিয়েশনের সভাপতি নুরুল হাসান ফরিদী ও সাধারণ সম্পাদক ঝর্না আক্তার। এ সময় পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ওয়ালটন গ্রুপের নির্বাহী পরিচালক এফএম ইকবাল বিন আনোয়ার (ডন) উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে জানানো হয় পুরুষ বিভাগে ৮টি ও নারী বিভাগে ৬টি দল নিয়ে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। পুরুষ বিভাগের ৮টি দলকে দুই গ্রুপে ভাগ করে লিগ পদ্ধতিতে খেলা অনুষ্ঠিত হবে।
দুই গ্রুপে লিগ পদ্ধতিতে খেলা অনুষ্ঠিত হবে। দুই গ্রুপের সেরা চারটি দল সেমিফাইনাল খেলবে। সেখান থেকে দুটি দল খেলবে ফাইনাল। টুর্নামেন্টের চ্যাম্পিয়ন, রানার্স-আপ ও তৃতীয় হওয়া দলকে ট্রফি ও মেডেল দেওয়া হবে। এ ছাড়া অংশ নেওয়া প্রত্যেক দলকে ওয়ালটনের পক্ষ থেকে জার্সি দেওয়া হবে।
রোকবল অনেকটা ভলিবলের মতো। সামান্য কিছু পার্থক্য রয়েছে। ২৫ পয়েন্টের ৫ সেটে খেলা অনুষ্ঠিত হয় (গ্রুপ পর্বে ৩ সেট, সেমিফাইনাল ও ফাইনালে ৫ সেট)। ভলিবল ৬ জনে খেললেও রোকবল খেলে ৫ জনে। আর পয়েন্টেও কিছুটা পার্থক্য রয়েছে। পয়েন্ট হল যথাক্রমে ৩, ২ ও ১। রোকবলের কোর্টের আয়তন ৬০ ফুট বাই ৩০ ফুট। কোর্টের মাঝখানে যথারীতি ভলিবলের মতো নেট দেওয়া থাকে এবং দুইপ্রান্তে দুটি গোলপোস্ট থাকে। গোলপোস্টের আয়তন ১২ ফুট বাই ৬ ফুট। গোলপোস্টের সামনে একটি ডিউ বক্স থাকে। ডিউ বক্সে সরাসরি বল পড়লে ২ পয়েন্ট। বাকি যেকোনো জায়গায় পড়লে ১ পয়েন্ট। সরাসরি গোলপোস্টে বল প্রবেশ করলে ৩ পয়েন্ট। সার্ভিস বল ২ টাচে পাঠাতে হবে। পরবর্তীতে উভয় দল ৫ টাচে খেলতে পারবে।