নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে কাল অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ। নারীদের এই আসরে সবচেয়ে সফল দল অজিরা। আগের ছয় টুর্নামেন্টে চারবার বিশ্বচ্যাম্পিয়নের মুকুট গেছে তাদের ঘরে।
পরিসংখ্যান কিংবা পারফরম্যান্স সব বিবেচনাতেই পিছিয়ে থেকে মাঠে নামে সালমা খাতুনের দল। প্রথম ম্যাচে ভারতের কাছে ১৮ রানে হেরেছে বাংলাদেশ। অন্যদিকে একই প্রতিপক্ষের কাছে উদ্বোধনী ম্যাচে হেরে যায় অস্ট্রেলিয়াও। তাই ঘরের মাঠে কিছুটা চাপে থাকবে স্বাগতিক দল। ক্যানবেরায় বাংলাদেশ সময় দুপুর দু’টায় মুখোমুখি হবে দু দল।
তবে বাংলাদেশ দলের পেসার জাহানারা আলম আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে জানান, আগের ম্যাচের ব্যর্থতা ভুলে তারা জয় পেতেই মাঠে নামবেন। এবারই অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ম্যাচ খেললেও নিজেদের সেরাটাই তারা দেবেন বলে জানান, জাহানারা। বলেন, ‘আগের ম্যাচের ভুল-ত্রুটি নিয়ে আমরা নিজেরা আলাপ করেছি। সেগুলো আর করতে চাইনা। অস্ট্রলিয়ার বিপক্ষে প্রথমবার মুখোমুখি হলেও আমরা সেরা খেলাটাই খেলতে মাঠে নামবো।’