টেস্টে জয়ে খরা কাটালো বাংলাদেশ ক্রিকেট দল। স্পিনার নাঈম হাসান ও তাইজুল ইসলামের ঘুর্ণিতে জিম্বাবুয়েকে ইনিংস ও ১০৬ রানের ব্যবধানে হারিয়ে একমাত্র টেস্ট জিতে নিলো বাংলাদেশ।
আফগানিস্তান সিরিজ থেকে শুরু করে পাকিস্তানের লাহোর টেস্টেও ইনিংস ব্যবধানে হেরে যায় বাংলাদেশ। ভারতের বিপক্ষেও ইনিংস ব্যবধানে হারতে হয়েছে মুমিমুলবাহিনীকে। এমন দুরবস্থা থেকে বেরিয়ে আসতে প্রয়োজন ছিলো একটি জয়। অবশেষে জিম্বাবুয়ের বিপক্ষে আত্মবিশ্বাস বাড়ানো সেই জয়ের দেখা মিলল।
এর আগে, বাংলাদেশের দেয়া ২৯৫ রানের লিডে খেলতে নেমে শুরুতে হোঁচট খায় ক্রেইগ আরভিনবাহিনী। ইনিংসের প্রথম ওভারে নাঈম ইসলামের বলে ২ উইকেট হারায় দলটি। এরপর অবশ্যই টেলর ও কাসুজার ব্যাটিং দৃঢ়তায় তৃতীয় দিনের শেষ সেশন পার করে জিম্বাবুয়ে। যদিও চতুর্থ দিনের প্রথম সেশনে ফিরে যান টেলর ও কাসুজা এবং অধিনায়ক ক্রিইগ এরভিন। এরমধ্যে সফরকারীদের অধিনায়ক আরভিন ৪৩ রানের একটি মূল্যবান ইনিংস খেলেন। তাকে রান আউটের ফাঁদে ফেলেন বাংলাদেশের দলপতি মুমিনুল হক।
এরপর সিকান্দা রাজা দলের হয়ে লড়াইয়ে চেষ্টা চালিয়ে যান। যদিও সেখানে বাঁদ সাজেন বা-হাঁতি স্পিনার তাইজুল। এ ম্যাচে ডাবল সেঞ্চুরি করা মুশফিকুর রহিমের অসাধারণ ক্যাচে মাঠে ছাড়েন তিনি। ৭১ বলে ৩৭ রানের ইনিংস খেলেন এই অলরাউন্ডার। তার বিদায়ে ভয়ঙ্কর হয়ে উঠেন টিমিচিন মারুমা। তাকে ফিরিয়ে দেন নাঈম ইসলাম। এরপরই ম্যাচের নিয়ন্ত্রণ হারিয়ে পেলেন আরভিনবাহিনী। আর চা-বিরতির আগে জিম্বাবুয়ে ব্যাটসম্যানরা অলআউট হয়ে যায়। এতে একমাত্র টেস্টে জয় তুলে নেয় বাংলাদেশ।