বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ অনূর্ধ্ব-১৭ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে বরিশাল বিভাগ। আজ শনিবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বালক বিভাগের প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফাইনাল ম্যাচে বরিশাল বিভাগ ২-১ গোলে চট্টগ্রামকে হারিয়ে শিরোপা জেতে তারা।
নির্ধারিত সময়ের খেলা ১-১ গোলে শেষ হলে চ্যাম্পিয়নশিপ নির্দারণে ফাইনাল গড়ায় অতিরিক্ত সময়ে। সেই সময়ে গোল করে বরিশালের ছেলেরা বাজিমাত করে টুর্নামেন্টের দ্বিতীয় আসর।
গোল শূন্য প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধের খেলা শুরুর পরপরই ৪৮ মিনিটে তৌহিদুলের গোলে এগিয়ে যায চট্টগ্রাম। পিছিয়ে থেকে খেলায় ফেরার চেষ্টা করতে থাকে বরিশাল। ম্যাচের ৬৬ মিনিটে রাশেদুল ইসলামের গোলে সমতায় ফেরে বরিশাল। বাকি সময় কোনো দল গোল করতে না পারলে খেলা গড়ায় অতিরিক্ত সময়ে।
অতিরিক্ত সময়ের ১১ মিনিটে বরিশালের গোলাম রাব্বাী জয়সূচক গোল করেন। সেমিফাইনালে বরিশাল২-০ গোলে খুলনাকে হারিয়ে ফাইনালে উঠেছিল। আর চট্টগ্রাম টাইব্রেকারে ৪-৩ গোলে হারিয়েছিল ময়মনসিংহকে।