নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ ক্রিকেট দল। অস্ট্রেলিয়ার পার্থে ওয়েকা স্টেডিয়ামে খেলাটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল পাঁচটা থেকে।
প্রথমবারের মতো এবারই সেমিফাইনালের আশা নিয়ে অস্ট্রেলিয়া গেছে সালমা খাতুনের দল। তাই ভারতকে হারিয়েই নিজেদের বিশ্বকাপ মিশন শুরু করতে চাইছে টাইগ্রেসরা। অবশ্য ম্যাচে জয়ের জন্য অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জেতা দলটি অনুপ্রেরণা বলে সংবাদ সম্মেলনে জানান, দলের অধিনায়ক সালমা খাতুন।
তবে শক্তিশালী দল ভারতকে হারানোটা মোটেই সহজ হবেনা বলে জানান, অধিনায়ক। কিন্তু সালমা জানান, গত দুই বছরে র্যাংকিংয়ে এগিয়ে থাকা কয়েকটি দলকে হারিয়ে তারাও আত্মবিশ্বাস নিয়েই ভারতের বিপক্ষে খেলতে নামবেন।