সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আগামীকাল রোববার থেকে শুরু হবে বাংলাদেশ এবং জিম্বাবুয়ের মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। এ উপলক্ষে আসন্ন সিরিজের টিকিটের মূল্য নির্ধারণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
সর্বনিম্ন টিকিট মূল্য ধরা হয়েছে ১০০ টাকা। ১০০ টাকায় গ্রিন হিল ও ওয়ের্স্টান গ্যালারিতে বসে খেলা উপভোগ করতে পারবেন ক্রিকেটপ্রেমিরা।
আর সর্বোচ্চ টিকিট মূল্য ১,০০০ টাকা। গ্র্যান্ড স্ট্যান্ডের মূল্য ১,০০০ টাকা নির্ধারন করা হয়েছে। এ ছাড়া ক্লাব হাউজের টিকিট মূল্য ৩০০, ইস্টার্ন গ্যালারির টিকিট মূল্য ১৫০ নির্ধারণ করা হয়েছে। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম এবং সিলেট জেলা স্টেডিয়ামের কাউন্টারে টিকিট বিক্রি হবে।
১ মার্চ সিরিজ শুরুর পর দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডে হবে যথাক্রমে ৩ এবং ৬ মার্চ। সবগুলো ম্যাচই হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে।