অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ক্রিকেট জয়ী অধিনায়ক আকবর আলী ও জাতীয় টেবিল টেনিস চ্যাম্পিয়ন মুহতাসিন আহমেদ হৃদয়কে প্রত্যেক মাসে পাঁচ হাজার টাকা করে সম্মানী ভাতা দেয়ার ঘোষণা দিয়েছেন রংপুর সিটি করপোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা। রোববার রংপুর পাবলিক লাইব্রেরি মাঠে আয়োজিত নাগরিক সংবর্ধনায় এ ঘোষণা দেন তিনি।
এসময় আজীবনের জন্য এই দুই তারকা খেলোয়াড়ের বাসার হোল্ডিংট্যাক্স ও পানির বিল মওকুফেরও ঘোষণা দেন মেয়র। অনুভূতি প্রকাশ করতে গিয়ে দুই তারকা বলেন, ভবিষ্যতে দেশকে আরো সাফল্য এনে দেয়ার লক্ষ্যে পরিশ্রম করে যাবেন তারা। পরে স্থানীয়দের উৎসবে মাতাতে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে সিটি কর্পোরেশন।