আগামী ১৫ জানুয়ারি (বুধবার) থেকে শুরু হবে প্রিমিয়ার বিভাগ ভলিবলের ২১তম আসর। মুজিববর্ষকে সামনে রেখে এবার এই প্রতিযোগিতার নাম দেওয়া হয়েছে ‘বঙ্গবন্ধু পপুলার লাইফ প্রিমিয়ার বিভাগ ভলিবল লীগ’।
পল্টনের শহীদ নূর হোসেন জাতীয় ভলিবল স্টেডিয়ামে ১০ দলের এই প্রতিযোগিতার উদ্বোধন করবেন ক্রীড়া সচিব আখতার হোসেন। উদ্বোধনী ম্যাচে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের মুখোমুখি হবে বাংলাদেশ আনসার। আর দ্বিতীয় ম্যাচে তিতাস গ্যাসের বিপক্ষে লড়বে ঢাকা সবুজ।
সোমবার আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান, বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আশিকুর রহমান মিকু। এ সময় উপস্থিত ছিলেন পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান পপুলার লাইফ ইন্সুরেন্সের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর আলমগীর ফিরোজ খান।
প্রায় ৪ লক্ষ ৭৫ হাজার বাজেটের এই প্রতিযোগিতা থেকে প্রতিভাবান খেলোয়াড় উঠে আসবে বলে মনে করেন আয়োজকরা।