আন্তঃজেলা মহিলা দাবা প্রশিক্ষক প্রশিক্ষণ কর্মসূচী সনদপত্র বিতরণের মধ্য দিয়ে শেষ হয়েছে। আজ রোববার বিকেলে ধানমন্ডির সুলতানা কামাল মহিলা ক্রীড়া কমপ্লেক্সে দুই দিনের এই প্রশিক্ষণ কর্মসূচি শেষ হয়।
এই প্রশিক্ষণে দেশের বিভিন্ন জেলার মোট ১৯ জন প্রশিক্ষণার্থী অংশ নেন। অংশগ্রহণকারী জেলাসমূহ হলোঃ গাজীপুর, কিশোরগঞ্জ, হবিগঞ্জ, শরীয়তপুর, রাঙ্গামাটি, মাদারীপুর, মানিকগঞ্জ, ঢাকা, ময়মনসিংহ, লক্ষ্মীপুর, চট্টগ্রাম, রাজশাহী, নাটোর, সিরাজগঞ্জ এবং নারায়ণগঞ্জ জেলা। আর প্রশিক্ষণ পরিচালনা করেন দাবার ইন্টারন্যাশনাল অর্গানাইজার ও ন্যাশনাল ইন্সট্রাক্টর মাহমুদা হক চৌধুরী মলি এবং সহকারী প্রশিক্ষক ইয়াসিন আরাফাত ও আহসান আলী জুয়েল।
সমাপনী অনুষ্ঠানে বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থার সদস্য রুমানা আলী এম.পি উপস্থিত থেকে প্রশিক্ষণপ্রাপ্তদের মধ্যে সনদপত্র বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন সংস্থার সিনিয়র সহ-সভানেত্রী ও দাবা সাব-কমিটির আহবায়ক আনজুমান আরা আকসির, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদিক প্রকৌশলী ফিরোজা করিম নেলী ও দাবা সাব-কমিটির সদস্য সচিব শিরীন আক্তার চৌধুরী।