স্বদেশী পাবলো ক্যারেনো বুস্তাকে সরাসরি সেটে হারিয়ে অস্ট্রেলিয়ান ওপেন টেনিসের চতুর্থ রাউন্ডে উঠেছেন রাফায়েল নাদাল।
মেলবোর্নের রড লেভার এরিনায় প্রথম সেটে প্রতিপক্ষকে ৬-১ গেমে উড়িয়ে দেন এক নম্বর বাছাই নাদাল। দ্বিতীয় সেট তিনি জিতে নেন ৬-২ গেমে। এরপর তৃতীয় সেটে কিছুটা ঘুড়ে দাঁড়ানোর চেস্টা করেছিলেন পাবলো ক্যারেনো। তবে ১৯ টি গ্রান্ড স্লামের মালিক নাদালের পাওয়ার হিটের বিপক্ষে ৬-৪ গেমে হেরে যান তিনি।