রিয়াল জারাগোজাকে উড়িয়ে দিয়ে কোপা ডেল রে’র কোয়ার্টার ফাইনালে উঠেছে রিয়াল মাদ্রিদ। বুধবার রাতে শেষ ষোলোর লড়াইয়ে ৪-০ গোলে জয় পায় জিনেদিন জিদানের দল।
ম্যাচের ষষ্ঠ মিনিটে টনি ক্রুসের কাছ থেকে বল পেয়ে রিয়াল মাদ্রিদকে এগিয়ে দেন রাফায়েল ভারানে। ৩২ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন লুকাস ভাসকেস।
বিরতি থেকে ফিরে ৭২ মিনিটে ভিনিসিয়াস জুনিয়র দলকে ৩-০ গোলের লিড এনে দেন। ৭৯ মিনিটে করিম বেনজেমা দলের ৪-০ গোলের জয় নিশ্চিত করেন। এই জয়ে সব প্রতিযোগিতা মিলে শেষ ২০ ম্যাচে অপরাজিত রইল রিয়াল মাদ্রিদ।