ওয়ার্ল্ড এন্টি-ডোপিং এজেন্সি(ওয়াডা)-র দেয়া চার বছর সব ধরণের খেলা থেকে নিষেধাজ্ঞা আরোপের ব্যাপারে আপিল করেছে রাশিয়া। এই নিষেধাজ্ঞার ফলে ২০২০ সালে টোকিও অলিম্পিক ও প্যারালিম্পিক এবং ২০২২ সালে কাতার বিশ্বকাপ ফুটবলে দেখা যাবে না রাশিয়ার পতাকা এবং বাজবে না জাতীয় সঙ্গীত।
এ বিষয়ে রাশিয়ান এন্টি-ডোপিং এজেন্সি(রুশাডা) একটি চিঠি পাঠিয়েছে ওয়াডার কাছে। এতে স্পোর্টসের কোর্ট অফ আর্বিটেশনে বিষয়টি নিয়ে শুনানি হবে।
২৭ ডিসেম্বর ওয়াডার ডিরেক্টর জেনারেল অলিভার নাইজেল বরাবর প্রেরিত এক পত্রে রুশাডার ডিরেক্টর জেনারেল ইউরি জেনাস লিখেন, ‘রুশাডা মনেকরে এই সিদ্ধান্ত পুরোপুরি সাংঘর্ষিক।
এর আগে, ড্রাগ সেবনে রাষ্টিয়ভাবে পৃষ্ঠপোষকতা করার অভিযোগে গত ২০১৫ সাল থেকে অ্যাথলেটিক্স থেকে নিষিদ্ধ করা হয়েছে রাশিয়াকে।