দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দলের প্রধান কোচ হলেন মার্ক বাউচার। চার বছরের জন্য এই দায়িত্ব দেয়া হয়েছে তাকে। ২০২৩ সাল পর্যন্ত এই দায়িত্বে থাকবেন সর্বকালের অন্যতম সেরা সাবেক এই উইকেটরক্ষক। এতদিনের অন্তর্বর্তীকালীন টিম ডিরেক্টর এনোখ এনকউই তার সহকারী হিসেবে ভূমিকা রাখবেন।
ক্রিকেট দক্ষিণ আফ্রিকার (সিএসএ) ভারপ্রাপ্ত ডিরেক্টর অব ক্রিকেটের দায়িত্ব পাওয়ার পর প্রথম সংবাদ সম্মেলনে গ্রায়েম স্মিথ বলেছেন, ‘বোর্ডে আমি বাউচারকে এনেছি, কারণ আমার মনেহয় তরুণ ও অনভিজ্ঞ একটি দলের মধ্যে লড়াকু মানসিকতা আনতে পারবে সে। আন্তর্জাতিক ক্রিকেটার হিসেবে তার লম্বা ক্যারিয়ারের অভিজ্ঞতা আছে, যেটা টেস্টে সাফল্য বয়ে আনবে।’
সেঞ্চুরিয়নে ইংল্যান্ডের বিপক্ষে বক্সিং ডে টেস্ট দিয়ে শুরু হবে বাউচারের নতুন অধ্যায়। উইকেটকিপার হিসেবে টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি সব ফরম্যাট মিলিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ ৯৯৯টি ডিসমিসালের রেকর্ড তার। টেস্টে রেকর্ড ৫৫৫টি ডিসমিসাল করেছেন দক্ষিণ আফ্রিকার সাবেক এই উইকেটকিপার।
১৯৯৭ সালের অক্টোবরে টেস্ট অভিষিক্ত বাউচার, ১৪৭ টেস্ট, ২৯৫ ওয়ানডে ও ২৫ টি-টোয়েন্টি খেলেছেন।