বঙ্গবন্ধু বিপিএলে দিনের প্রথম ম্যাচে রংপুর রেঞ্জার্সকে ৬ উইকেটে হারিয়েছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। এতে করে তিন ম্যাচে দুই জয়ে চার পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে এখন চট্টগ্রামের দলটি।
আজ শনিবার মিরপুরে টস হেরে ব্যাটিংয়ে নেমে, মোহাম্মদ নাঈমের ৫৪ বলে ৭৮ রানে ভর করে ৮ উইকেটে ১৫৭ রান তোলে। চট্টগ্রামের বোলার কেসরিক উইলিয়ামস ৩৫ রানে ২ উইকেট তুলে নেন।
জবাবে, চাডউইক ওয়ালটনের ফিফটির পর, ইমরুল কায়েসের অপরাজিত ৪৪ রানে, ৪ উইকেটে ১৫৮ রান করে, ১০ বল বাকী থাকতেই জয় তুলে নেয় চট্টগ্রাম চ্যালেঞ্জার্স।