প্রিমিয়ার ডিভিশন দাবা লিগের নবম রাউন্ডের খেলা শেষে পূর্ণ ১৮ পয়েন্টে নিয়ে এককভাবে পয়েন্ট তালিকায় শীর্ষস্থানে রয়েছে বাংলাদেশ পুলিশ। সাইফ স্পোর্টিং ক্লাব ১৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয়, উত্তরা চেস ক্লাব ১৪ পয়েন্ট নিয়ে তৃতীয় ও বাংলাদেশ নৌবাহিনী ১৩ পয়েন্টে নিয়ে চতুর্থ স্থানে আছে।
আজ রোববার নবম রাউন্ডের খেলায় বাংলাদেশ পুলিশ আড়াই-দেড় গেম পয়েন্টে গতবারের চ্যাম্পিয়ন সাইফ স্পোর্টিং ক্লাবকে পরাজিত করে। বাংলাদেশ পুলিশ দলের পক্ষে জর্জিয়ার দুই গ্র্যান্ড মাস্টার যোবাভা বাদুর ও মিখাইল মেচডলিশভ্যালি যথাক্রমে সাইফ স্পোটির্ং ক্লাবের বেলেরুশের গ্র্যান্ড মাস্টার কোভালেভ ভ্লাদিশ্লাভ এবং গ্র্যান্ড মাস্টার জিয়াউর রহমানকে পরাজিত করেন। পুলিশের গ্র্যান্ড মাস্টার নিয়াজ মোরশেদ, সাইফ স্পোর্টিং ক্লাবের আজারবাইজানের গ্র্যান্ড মাস্টার এলতাজ সাফারলির সাথে ড্র করেন। গ্র্যান্ড মাস্টার এনামুল হোসেন রাজীব, আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমানকে পরাজিত করেন।
এ রাউন্ডের খেলায় উত্তরা সেন্ট্রাল চেস ক্লাব ২.৫-১.৫ গেম পয়েন্টে একসেস চেস ক্লাবকে পরাজিত করে। বাংলাদেশ নৌবাহিনী ৪-০ গেম পয়েন্টে সুলতানা কামাল স্মৃতি পাঠাগারকে পরাজিত করে। তিতাস ক্লাব ৩.৫-০.৫ গেম পয়েন্টে সোনালী ব্যাংক ক্রীড়া ও বিনোদন ক্লাবেকে পরাজিত করে। বাংলাদেশ বিমান ২.৫-১.৫ গেম পয়েন্টে জনতা ব্যাংক অফিসার ওয়েলফেয়ার সোসাইটিকে পরাজিত করে। শেখ রাসেল চেস ক্লাব ২.৫-১.৫ গেম পয়েন্টে সোনারগাঁও চেস ক্লাবকে পরাজিত করে।
প্রতিটি দলে সর্বোচ্চ ৪ জন নিয়মিত ও ২জন অতিরিক্ত খেলোয়াড় থাকছে। দাবা লিগের খেলা রাউন্ড-রবিন লিগ পদ্ধতিতে অনুষ্ঠিত হচ্ছে।