রেকর্ড পরিমান অর্থ পুরস্কার বাড়ছে অস্ট্রেলিয়ান ওপেন টেনিসে। আসন্ন অস্ট্রেলিয়ান ওপেনে এককের চ্যাম্পিয়ন ৪.১ মিলিয়ন ডলার অর্থ পুরস্কার পাবেন। এটা গতবারের চেয়ে শতকরা ১৩.৬ ভাগ বেশি। মেলবোর্ন পার্কে আগামী মাস থেকে শুরু হতে যাওয়া এই ওপেনে মোট ৭১ মিলিয়ন ডলার প্রাইজমানি দেয়া হবে।
তাছাড়া বাছাইপর্ব এবং প্রতি রাউন্ডে প্রাপ্ত অর্থ বাড়ানো হয়েছে দুই সংখ্যার। অস্ট্রেলিয়ান ওপেন টেনিস টুর্নামেন্টের ডিরেক্টর ক্রেইগ টিলে জানান, এই বাড়তি অর্থ খেলোয়াড়দেরকে আরো গতিশীল খেলা উপহার দিতে অনুপ্রাণিত করবে। তিনি আরো বলেন, ‘খেলোয়াড়দের অর্থ পুরস্কার বাড়ানোর জন্য আমরা দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছি। শুধু তাই নয়, ২০০৭ সাল থেকে তুলনায় অস্ট্রেলিয়ান ওপেন টেনিসে তিনগুণ অর্থ পুরস্কার বেড়েছে।’
এতে টুর্নামেন্টের প্রথম রাউন্ডে পরাজিতরা পাবেন ২০,০০০ ডলার করে, যা আগেরবারের তুলনায় শতকরা ৩৩ ভাগ বেশি।