বঙ্গমাতা এশিয়ান সিনিয়র ওমেন্স সেন্ট্রাল জোন আন্তর্জাতিক ভলিবল চ্যাম্পিয়নশিপে আজ রোববার দ্বিতীয় দিনের প্রথম ম্যাচে জিতেছে নেপাল দ্বিতীয় ম্যাচে হেরে গেছে স্বাগতিক বাংলাদেশ। রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে নেপাল সরাসরি ৩-০ সেটে পরাজিত করে আফগানিস্তানের মেয়েদের। নেপাল প্রথম সেট ২৫-০৪, দ্বিতীয় সেট ২৫-০৯ এবং তৃতীয় সেটে জয় তুলে নেয় ২৫-০৬ পয়েন্টে। ম্যাচ সেরা হন নেপালের প্রতিভা মালি।
এদিকে দিনের দ্বিতীয় ম্যাচে জয়ের ধারা অব্যাহত রাখতে পারেনি বাংলাদেশ। প্রথম দিন আফগানিস্তানের বিপক্ষে জিতলেও দ্বিতীয় দিন স্বাগতিক দেশের মেয়েরা মালদ্বীপের কাছে হেরে যায় সরাসরি ৩-০ সেটে। এতে টানা দুই জয়ে মালদ্বীপের মেয়েরা ফাইনালের পথে এক পা দিয়ে রেখেছে। বাংলাদেশ প্রথম সেট হেরে যায় ২৫-১৬ পয়েন্টে। তবে দ্বিতীয় সেটে হাড্ডাহাড্ডি লড়াইয়ে এগিয়ে থেকেও শেষ পর্যন্ত স্বাগতিকরা হেরে যায় ২৭-২৫ পয়েন্টে। তৃতীয় সেটেও তীব্র প্রতিদ্বন্দ্বিতা হয়। কিন্তু শেষ পর্যন্ত আর পেরে উঠেনি। ২৫-২২ পয়েন্টে হারে বাংলাদেশের মেয়েরা। ম্যাচ সেরা হন মালদ্বীপের আমিনাথ আরিশা।
আগামীকাল সোমবার বাংলাদেশের কোনো খেলা নেই। তবে দুপুর একটায় কিরগিজস্তানের মুখোমুখি হবে নেপাল এবং বেলা তিনটায় আফগানিস্তান লড়বে মালদ্বীপের বিপক্ষে।